আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে বই বিতরণ

গতকাল ৫ অক্টোবর সকালে বাসিয়া প্রকাশনীর স্টেশন রোডস্থ অফিসে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে দ্বিতীয় ধাপে আরও দুটি পাঠাগারের মধ্যে বই বিতরণ করা হয়। বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়ায় প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগার ও মৌলভীবাজারের বড়লেখার গ্রামতলার বুকহিল লাইব্রেরীতে।
আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি, মাসিক বাসিয়া সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী বই বিতরণ করেন।
এ সময় মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের পক্ষে বই সংগ্রহ করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মাহবুবুল আলম চৌধুরী হাছিব ও বুকহিল লাইব্রেরীর পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি তানজিদুল আলম চৌধুরী।

Developed by: