সাজগোজ করতে বেশির ভাগ মেয়েরাই ভালোবাসে। ঠোঁটে একটু লিপস্টিকের ছোঁয়া, চোখে একটু কাজলের ছোঁয়া কে না পছন্দ করে? তবে সেই সাথে নিয়মিত ত্বকের যত নেওয়াটাও জরুরী। তা নাহলে মেকআপের মাধ্যমে ত্বকের সৌন্দর্য ঠিকমতো ফুটবে না। বইটিতে প্রতিদিনের রুপচর্চার বেসিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা নারী-পুরুষ সবারই কাজে লাগবে ও উপকার করবে।
বইটি পাওয়া যাচ্ছে অনলাইনে রকমারি ডটকমে। সরাসরি নিতে হলে যোগাযোগ করুন ০১৭১১৪৮৪৬৬৮