তরুণ প্রজন্ম দিবে আগামীর নেতৃত্ব। আর তাদের মাঝে যদি মানুষ তাহলে দেশের কোন মানুষ অনাহারে থাকবেনা, বিপদে থাকবেনা, দেশ এগিয়ে যাবে ভ্রাতৃত্বের বন্ধনে। আজ ১৪ জুন বুধবার আলম্ব সংগঠনের উদ্যোগে শহরতলীর নালিয়াস্থ জামিয়া ইমদাদিয়া তাহফিজুল ক্বোরআন সিলেটে এতিম অসহায় শিশুদের নিয়ে ইফতার মাহফিল শেষে আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজসেবী মো: মইনুল ইসলাম। বাড়ালে দু’হাত, হবে শত হাত- সাহায্যের হাত ছড়িয়ে যাক এই স্লোগানকে সামনে রেখে আলম্ব আয়োজিত ইফতার মাহফিল আলম্ব সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অলি বক্সের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুহিবুর রহমান, সমাজসেবক সাদুল্লাহ, সমাজ সেবক গুলজার আহমদ, মাসিক গোপলা সম্পাদক মিজান মোহাম্মদ, সাপ্তাহিক অনিয়ম’র বার্তা সম্পাদক সবুজ আহমদ প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে এতিম গরিব শিক্ষার্থীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ইফতার শেষে বক্তব্যে মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, নানান সমস্যায় জর্জরিত এ শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার সাহায্যে সর্ব মহলের সহযোগিতা কামনা করে তিনি বলেন- বিত্তবানদের সহযোগিতাই পারে এসব অসহায় শিশুদের আলোর পথে যাত্রি হিসেবে গড়ে তুলতে ।