তারুন্যের উৎসব-২০২৫ সিলেট মেট্রোপলিটন কারাগারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন

বাসিয়া ডেস্ক: দেশব্যাপী  সম্পন্ন হওয়া ‘তারুন্যের উৎসব-২০২৫’ ধারাবাহিকভাবে উৎসব উদযাপন চলমান রাখার জন্য গত ১৯.০৭.২০২৫ তারিখ  কারাগারে দর্শনার্থীদের সেবা প্রদান ও কারা এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধক কর্মসূচি সিলেট মেট্রোপলিটন কারাগার, বন্দরবাজার ও মেট্রোপলিটন ইউনির্ভাসিটি রোভার স্কাউট কর্তৃক পালিত হয়। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেট্টোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক, জেলার আরিফুর রহমান ও ডেপুটি জেলার মনিরুল হাসান। এছাড়াও মেট্রোপলিটন ইউনির্ভাসিটির রোভার স্কাউট দলের প্রতিনিধি অর্থনীতি বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন ও মহানগর রোভার স্কাউট লিডার আরিফ হোসেনসহ স্কাউট সদস্যবৃন্দ, কারা কর্মচারী ও সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত ছিলেন। 

Developed by: