কামাল বাজার–বাবনা সড়কে গর্তের ছড়াছড়ি দুর্ভোগে হাজারো মানুষ, দুর্ঘটনার শঙ্কা চরমে

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ সুরমা : সিলেটের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ—বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ কামাল বাজার–বাবনা সড়ক। অথচ কয়েক মাসের অবিরাম অবহেলা আর নিম্নমানের সংস্কারের ফলে এই সড়কটি এখন বড় বড় গর্তে ভরা মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

কামাল বাজার থেকে বাবনা পর্যন্ত সড়কে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় গর্তের গভীরতা এতটাই বেশি যে, সেখানে জমে থাকা বৃষ্টির পানি পেরোতে যানবাহন চালকদের হিমশিম খেতে হয়। রাতের বেলায় কিংবা ভারী বৃষ্টিতে এই গর্তগুলো দেখা না যাওয়ায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন মোটরসাইকেল, সিএনজি ও হালকা যানবাহনের চালকরা।

এই সড়ক দিয়েই প্রতিদিন হাজারো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী যাতায়াত করেন। সড়কের ভগ্নদশায় ক্লাসে পৌঁছাতে দেরি হয়, অনেক সময় কাদা ও পানিতে পোশাক নষ্ট হয়। মাদ্রাসা পড়ুয়া ছাত্র জাকারিয়া আহমদ বলেন, “গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহন উল্টে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মাত্র এক বছরের মাথায় এমন অবস্থা হওয়া সড়ক সংস্কারের মান নিয়ে বড় প্রশ্ন তোলে। কামাল বাজার এলাকার বাসিন্দা মো. আব্দুল জব্বার বলেন, “রাস্তা মেরামত হয়েছিল বেশি দিন হয়নি, এখন আবার আগের চেয়েও খারাপ অবস্থা। বর্ষায় গর্তগুলো আরও ভয়ংকর হয়ে উঠেছে।”

শুধু যাত্রী দুর্ভোগই নয়, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। পণ্যবাহী গাড়িগুলো গর্তে আটকে গিয়ে দেরিতে গন্তব্যে পৌঁছায়, এতে পরিবহন ব্যয়ও বেড়ে যাচ্ছে।

এলাকাবাসী ও সচেতন মহল জানিয়েছেন, কামাল বাজার–বাবনা সড়ক শুধু একটি যোগাযোগ পথ নয়; এটি শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবার জন্যও অপরিহার্য। তাই দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে বড় দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

দীর্ঘদিন ধরে এ সড়কের দুরবস্থার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এলাকাবাসীর প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব গর্ত ভরাট ও সড়ক মেরামতের মাধ্যমে এই জনদুর্ভোগের অবসান ঘটানো হবে।

Developed by: