দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার দুপুরে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন,বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শহীদুর রহমান শহীদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল, ৩নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান লিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাংকর দেবনাথ, সহকারি শিক্ষিকা আফরোজা বেগম ফাতেমা, শিক্ষক আব্দুল কুদ্দুস, আরিফ রব্বানী, দুলাল হোসেন, শিহাব বক্স তোফায়েল, সুমন কুমার সিং। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

