দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখাকোরআনের ধ্বনিতে মুখরিত পরিবেশ

পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজানে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিদেশেও সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের আয়োজন করে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট্রের প্রতিষ্ঠা বিশিষ্ট আলেমে দ্বীন পীরে কামিল আল­ামা হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ১৯৫০ সাল থেকে এ অনবদ্য সহি শুদ্ধ কোরআন তেলাওয়ের সুযোগ করে দেন। যা দিন দিন প্রসারিত হচ্ছে এবং সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের ক্বারিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ মহান ব্যক্তিত্ব ফুলতলী সাহেব কিবলা আমাদের মাঝ থেকে ২০০৮ সালের ১৫ জানুয়ারি বুধবার পরকালে চলে গেছেন। কিন্তু তাঁর প্রতিষ্ঠিত দারুল ক্বিরাতের বাগানের সুভাসে দিন দিন নতুন নতুন এলাকা মুখরিত হচ্ছে। মানুষ আলোকিত হচ্ছে কোরআনের আলোয়।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অসংখ্য শাখার মধ্যে দক্ষিণ সুরমার কামালবাজারস্থ গুপ্তরগঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা একটি শাখা। যা যাত্রা করে ২০০১ সালে। শুরুর বৎসরে জামাতে ছুরা থেকে জামাতে ছালিছ পর্যন্ত পাঠ দান শুরু হয়। ২০০২ সালে পাঠ দান বৃদ্ধি পায় জামাতে রাবে পর্যন্ত এবং ২০১১ সাল থেকে জামাতে খামিছ পর্যন্ত পড়ানো হচ্ছে। পরবর্তী বছর থেকে মহিলা জামাতে ছাদিছ পর্যন্ত অর্থাৎ একজন পূর্ণাঙ্গ ক্বারি হতে যতটুকু ইলিম দরকার ততটুকু এ কেন্দ্রে পাঠ দান করা হচ্ছে। এবারের দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট গুপ্তরগাঁও শাখায় জামাতে ছুরায় ক ও খ শাখায় ১৮০ জন, জামাতে আউয়ালে ৫৭ জন, জামাতে ছানীতে ৩৫ জন, জামাতে ছালিছে ৩৩ জন, জামাতে রাবে ১৬ জন, জামাতে খামিছে ১৮ ও মহিলা ছালিছ জামাতে ১১ জন প্রশিক্ষণার্থী রয়েছেন।
রমজান মাস ছাড়া গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসা শাখায় সাপ্তাহিক ক্বিরাত প্রশিক্ষণ চলে প্রতি শুক্রবার। সেখানে জামাতে সুরা থেকে জামাতে রাবে পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠাকাল থেকে এ শাখায় প্রধান ক্বারীর দায়িত্ব পালন করছেন ক্বারী আনছার আলী। অত্র শাখায় বর্তমানে দায়িত্বপ্রাপ্তরা হলেন নাজিম- ক্বারী হাফিজ আব্দুর রহিম, সহ নাজিম ক্বারী ইউনুছ আহমদ, প্রধান ক্বারী আনছার আলী, ক্বারী রজব আলী, ক্বারী রাকিব আলী, ক্বারী মিছবাহ উদ্দিন, ক্বারী তাজুল ইসলাম, ক্বারী খালেদ আহমদ, ক্বারী মাহবুব হোসেন, ক্বারী আনোয়ার হোসেন, ক্বারী জাহিদ হাসান।
বর্তমান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুর রহিম, কোষাধ্যক্ষ মো. ছোয়াব আলী।
প্রতি বছরই এ কেন্দ্রে প্রশিক্ষণার্থীর সংখ্যা বাড়ছে। কোরআনের আয়াতে পরিবেশ মুখরিত হচ্ছে। মানুষ শ্রবণ করছেন কোরআনে সুললিত ধ্বনি।

Developed by: