সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট এলাকায় সিলেট থেকে বিশ্বনাথগামী বরযাত্রী বহনকারী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিলেট গামী আরেকটি লেগুনা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত ও ৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার যুগিরগাঁওয়ের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার শিশু কন্যা আনিছা (৬)।
আহতরা হলেন,নগরীর পাঠান টুলার শাহনূর মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (৪০),ছাতকের লাল মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৩৫),জুগিরগাঁওয়ের আমির আলীর কন্যা জান্নাত (১৬),কামাল মিয়ার স্ত্রী খয়রুন (৩৫)।
আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,যুগিরগাঁও থেকে বরযাত্রীবাহী গাড়ি বহর সিলেটের বিশ্বনাথে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো। তেতলী অতিক্রম করার পর লালাবাজারের ভরাউট এলাকায় পৌঁছামাত্র বরযাত্রী বহরের একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নিহতদের লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

