সৃজনশীল মানুষেরা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। আমাদের মহান মুক্তিযুদ্ধে অর্থাৎ আমাদের লাল সবুজ পতাকা ও স্বাধীন বাংলাদেশ নামক ভূখণ্ডের আজকের এই কাক্সিক্ষত বিজয়ের অংশীদার লেখক, সাংবাদিক, শিল্পী অর্থাৎ সৃজনশীল মানুষদের অবদান অনস্বীকার্য। তাই বিজয়ের আনন্দ প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দিতে তারা ভূমিকা রাখতে পারেন। আজ ১৬ ডিসেম্বর বিকেলে বাসিয়া প্রকাশনী কার্যালয়ে এক সৃজনশীল আড্ডা আড্ডাবাজরা উপরোক্ত কথাগুলো বলেন।
বাসিয়া প্রকাশনী, মাসিক বাসিয়া ও বাসিয়া টোয়ান্টি ফোর ডটকমের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সৃজনশীল আড্ডায় সভাপতিত্ব করেন বাসিয়া প্রকাশনীর কর্ণধার গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
আড্ডায় অংশ নেন সিলেট জেলা পরিষদের সদস্য রোটারিয়ান মতিউর রহমান, কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, গীতিকবি হরিপদ চন্দ, গীতিকার ও কণ্ঠশিল্পী ফরিদ আহমদ, আলোকিত দাওয়ারাই সম্পাদক আবু কওছর, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মী শামীম কবির, গল্পকার কানিজ আমেনা ও সমাজকর্মী শেখ আব্দুল মতিন।