আজ ১৩ জানুয়ারি দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিজনেস এডভাইজারি কমিটির সভা দক্ষিণ সুরমার তেলীবাজারস্থ ব্র্যাক অফিসে অনুষ্ঠিত হয়। এডভাইজারি কমিটির সভাপতি লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবালকে সভাপতিত্বে ও ব্র্যাক ফিল্ড অর্গানাইজার আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, সদস্য ও মহিলা মেম্বার মালেকা বেগম, সদস্য এনজিওকর্মী শামীমা আক্তার, সদস্য মহিলা মেম্বার আফতারুন বেগম, ফটো সাংবাদিক সাহেদ আহমদ শান্ত, সদস্য বাবুল মিয়া, ফোরাম আলমাছ আলী, শাহ আকলাছ আলী, সদস্য ইস্তাকুল ইসলাম, সদস্য আব্দুল ওয়াহিদ ও মারুফ আহমদ প্রমুখ।
উলেখ্য ইউরোপ ফেরত নাগরিকদের সেবা এবং অবৈধভাবে বিদেশগমন ঠেকাতে বিজনেস এডভাইজার কমিটি দক্ষিণ সুরমা উপজেলায় কাজ করছে এবং এর আওতায় অনেকে উপকৃত হয়েছেন।