দাওরাইয়ে আলোকিত সাহিত্য পরিবারের প্রকাশনা দর্পণ’র মোড়ক উন্মোচন

জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাহিত্য সাময়িকী দর্পণ’র মোড়ক উন্মোচন করা হয়েছে। দাওরাই এলাকার সাহিত্যপ্রেমীর সৃষ্ট সংগঠন আলোকিত সাহিত্য পরিবারের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলার দাওরাইবাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে সাহিত্য পরিবারের সভাপতি আবু কওছর এর জন্মদিন অনুষ্ঠানে এ মোড়ক উন্মোচন করা হয়। আলোকিত সাহিত্য পরিবারের সভাপতি আবু কওছর এর সভাপতিত্বে ও সদস্য প্রতাব খানের পরিচালনায় প্রধান তিথি ছিলেন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিনুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন-অর রশিদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সুহেল আহমদ খান টুনু, আশারকান্দি ইউপি আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইছরাইল, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক তওরিছ মিয়া, উত্তর দাওরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া, ইউপি সদস্য ছানু মিয়া, কবি রেজাউল করিম ইয়াওর, কবি ও গবেষক আবু সাইদ মো ওয়োজদ, দাওরাই বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহ মো: সাদিক, সাধারণ সম্পাদক আলমঙ্গীর খাঁন, জগন্নাথপুর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কবির আহমদ হিরা, সমজসেবক মহিবুল ইসলাম খান দলা মিয়া।

Developed by: