ভাষা আন্দোলনের মাসে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা আজ ৬ ফেব্র“য়ারি শনিবার বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি কামাল আহমদের সঞ্চালনায় ও পরিষদের সভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আড্ডায় আলোচনা ও লেখা পাঠে অংশ নেন কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার খালেদ মিয়া, কবি ও এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট মিজানুল হক মিজান, গীতিকবি হরিপদ চন্দ, কবি আবু জাফর মো. তারেক, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি এম আলী হোসাইন, সমাজকর্মী কবির আহমদ, সাহিত্যানুরাগী টুম্পা রানী তালুকদার, মলিকা রানী সরকার, মো. শফিকুল ইসলাম, ফয়সল আহমদ মামুন ও মো. আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ। সভায় দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষে সর্বসম্মতিক্রমে এম আলী হোসাইনকে সাধারণ সম্পাদক পদে মনোনিত করা হয়। আগামী আড্ডা অনুষ্ঠিত হবে ২৭ ফেব্র“য়ারি শনিবার বিকাল ৩টায়।