মৌলভীবাজারের রাজনগরে একই মেয়েকে বিয়ে করা নিয়ে প্রবাসী ২ চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত প্রবাসী সাহার মিয়া (৩৫) মারা গেছেন। পুলিশ নিহতের মারদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনাটি ঘটে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় সাব্বির মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের মৃত আব্দুল হক মিয়ার ছেলে দুবাই প্রবাসী সাহার উদ্দিন (৩৫) সম্প্রতি একই গ্রামের তপুর মিয়ার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেন। পাশাপাশি একই মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দেন তারই চাচাতো ভাই সোয়াই মিয়া (৩০)। একপর্যায়ে সোয়াই মিয়ার সঙ্গে বিয়ের কথাবার্তা চ‚ড়ান্ত হয়ে গেলে সাহার উদ্দিন বিষয়টি জানতে পারে স্থানীয় লোকজনের কাছে বিচার প্রার্থী হন। গত রোববার রাতে বিচার চলাকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে সাহার মিয়া (৩৫), সাব্বির মিয়া (৪৭), জুনেদ মিয়াসহ (৩০) কয়েকজন আহত হন। নিহত সাহার মিয়া প্রথমে রাজনগর ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে চলে আসেন।
এদিকে, বুধবার রাত ১০টার দিকে সাহার মিয়া টয়লেটে প্রবেশ করলে হঠাৎ পরিবারের সদস্য কিছু একটার শব্দ শুনতে পান। পরিবারের লোকজন টয়লেটের দরজায় ডাকাডাকি করলেও ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে উপরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে সাহার মিয়াকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনগর থানার পুলিশের একটি দল নিহতের বাড়িতে যান। পরে এ ঘটনায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির মিয়াকে পুলিশ আটক করেছে।