লিখেন কিছু ছন্দ,
ছন্দ বাবু ছন্দ বোঝেন
লেখা দেখেন মন্দ।
নন্দ বাবু ঘাটাঘাটি
লিখলেন একটি ছড়া,
ছড়া নাকি কচু তাই
কুমড়ো ফুলের বড়া।
ছন্দ বাবুর পাতায় নাকি
ছাপতে তাই মানা,
নন্দ বাবুর মন্দ লেখা
নন্দর হলো জানা।
নন্দ বাবু পণ করেছেন
লিখে যাবেন ছড়া,
ছড়া টরা হউক না হউক
ডাল পিয়াজু বড়া।
নন্দ বাবু ছাপবেন ছড়া
ছন্দ মনের পাতায়,
ভাবের দেখা মনের আয়না
লিখবে নন্দ খাতায়।