মেডিক্যালে ভর্তি পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

supreme-court_140011.gif সরকারি তত্ত্বাবধানে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ। একই সাথে রিটে স্বাস্থ্য অধিদপ্তর যেন মেডিক্যাল ভর্তি কার্যক্রম পরিচালনা করতে না পারে সে মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিবাদি করা হয়েছে।
এছাড়া রিটে কোন কর্তৃত্ব বলে সরকার এমবিবিএস ও বিডিএস পরীক্ষা পরিচালনা করে, তা জানাতে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসাথে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরীক্ষা না নিতে নির্দেশনা জারির আবেদন করা হয়।
আবেদনে ইউনুছ উল্লেখ করেন, আইন অনুসারে মেডিক্যাল ও ডেন্টাল (এমবিবিএস ও বিডিএস) কাউন্সিল আইন-২০১০ অনুসারে কাউন্সিলই এ পরীক্ষা নিবে। সরকার নয়। এছাড়া ২০১০ সালের করা শিক্ষানীতি অনুসারে এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অধীনে হওয়ার কথা। কিন্তু সরকার কোন নিয়মই মানছে না। তাই এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির বিষয়ে এক বৈঠকে ২৪ অক্টোবর মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা নেয়া হবে। এবার সারা দেশে ২২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হবে। আর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২৬ অক্টোবর। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে অনলাইলে আবেদন করে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
বাংলাদেশের সবগুলো মেডিক্যাল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আট হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা দুই হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিক্যালে চার হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। এছাড়া নয়টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে আসন সংখ্যা ৫৬৭টি।

Developed by: