বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী চন্দ্রাবতী রায় বর্মন আর নেই

chondraboti-255x300বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী চন্দ্রাবতী রায় বর্মন আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোর ৬টায় সিলেট ওসমানী মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫বছর। বাংলাদেশের কিংবদন্তীতুল্য লোকসঙ্গীত শিল্পি বিশেষ করে সিলেটের ধামাইল গানের প্রটার ও প্রসারের একজন নিরলসকর্মী ছিলেন তিনি। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। চন্দ্রাবতী রায় বর্মন বীর মুক্তিযুদ্ধা ভবতোষ রায় বর্মন রানার সাতা।

Developed by: