
এমতাবস্থায় ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের ভিসা প্রসেসিং কার্যক্রম নয়াদিল্লীতে স্থানান্তর না করার দাবীতে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে’র উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ২টায় সিলেট সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। নাগরিক সমাবেশে সভাপতিত্ব করবেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল কাইয়ুম কায়ছার।
আমন্ত্রিত সুধীজন, জিএসসি ইউকের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা শাখার কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেএসসি ইউকের বাংলাদেশ কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়জুর রহমান, সিলেট জেলা সভাপতি মোঃ মঈন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল।