ছাত্রসেনার ঢিলে ঢালা অর্ধদিবস হরতাল চলছে, নেই কোনো পিকেটিং

horrr

 ইসলামী ছাত্রসেনার ডাকে সিলেটে অর্ধদিবস হরতাল ঢিলে ঢালা ভাবে চলছে, নেই কোনো পিকেটিং। রবিবার ভোর ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল চলার কথা।হরতালে নগরী কিংবা জেলায় কোনো ধরনের পিকেটিং দেখা যায়নি এবং  কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক।প্রাইভেট কার চলাচল কিছুটা কম।পাড়া-মহল্লার দোকান-পাট খোলা রয়েছে।
শপিংমল গ্রলো এখনো খুলেনি।অফিস-আদালতে উপস্থিতি প্রায় স্বাভাবিক।তবে স্কুল-কলেজ বন্ধ রয়েছে।
ইসলামী ছাত্রসেনা মুলত: চট্রগ্রামভিত্তিক একটি আঞ্চলিক সংগঠন।সারাদেশে তাদের তেমন কোনো সাংগঠনিক ভিত্তি না থাকার কারনে চট্রগ্রাম ছাড়া দেশের অন্যান্য স্থানে চেরচেনা সেই হরতালের আমেজ নেই।

উল্লেখ্য, বুধবার রাতে ১৭৪ নম্বর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি হাইকোর্ট জামে মসজিদের খতিব ছিলেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জমায়াতের অন্যতম নীতিনির্ধারক ও ইসলামিক মিডিয়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।

Developed by: