বাসিয়া ডেক্স :সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে সাইদ হোসেন ফাহিম নামের (১৯) এক তরুণ মারা গেছেন। তিনি উপজেলার দরবস্ত ডেমা গ্রামের দুবাই প্রবাসী বদরুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার(১৭ জুলাই) রাত আনুমানিক পৌনে আটটার দিকে, ফাহিম দরবস্ত বাজার জামে মসজিদ থেকে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথিমধ্যে শ্রীখেল ভাবনা জামে মসজিদের নিকটবর্তী মহাসড়কে পৌঁছালে সিলেটগামী অবস্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তার বাইকটি ধাক্কা খায়। এতে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।