মাত্র দেড় লাখ টাকার অভাবে নিভে যেতে পারে দু’ বছরের শিশু শাওনের জীবনপ্রদীপ

Shawonমাত্র দেড় লাখ টাকার অভাবে নিভে যেতে পারে দু’ বছরের ফুটফুটে শিশু শাওনের জীবনপ্রদীপ। হৃদপি-ে ছিদ্র দেখা দেওয়ায় তার চিকিৎসার জন্য দেড় লাখ টাকা প্রয়োজন। সিলেট নগরীর খাসদবীরের বাসিন্দা দরিদ্র পিতা মো. মাজহারের পক্ষে এ টাকা যোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। ছেলের জীবন বাঁচাতে তাই তিনি সহৃদয় ও বিত্তবান মানুষদের দ্বারস্থ হয়েছেন। হৃদয়বান মানুষদের সহায়তায় নতুন জীবন ফিরে পেতে পারে শিশু শাওন। শাওনকে সাহায্য করতে আগ্রহীরা ফরিদা বেগমের সোনালী ব্যাংক দরগা গেইট (সিলেট) শাখার সঞ্চয়ী হিসাবে (নং ৩৪১২৯০৩৮) টাকা পাঠাতে পারেন অথবা বিকাশের মাধ্যমে ০১৭২০-৮৪৯৯৩৯ নাম্বারেও সাহায্য পাঠাতে পারেন।

Developed by: