পুলিশ প্রশাসনের সাথে বসে আলোচনা করে সীমিত আকারে টমটম চলাচলের আশ্বাস: -মেয়র আরিফুল

otho-somik-pic-01-09-14- (1)সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন আগামী ৬ মাসের মধ্যে নগরী থেকে টমটম পুরোপুরি তুলে দেয়া হবে বলেও মালিক-চালকদের জানিয়ে দিয়েছেন মেয়র। তবে এই সময়ের মধ্যে সীমিত আকারে নগরীতে টমটম চলার ব্যাপারে সাধ্যমতো ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি আরও টমটম (ইজিবাইক) মালিক-চালকদের বিকল্প পেশা দেখতে বলেন। গত রমজানে নগরীর ভেতর টমটম চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে মহানগর পুলিশ। ওই সময় থেকে নগরীর ব্যস্ততম এলাকায় টমটম চলাচল নিষিদ্ধ করা হয়। এরপর থেকে টমটম চালকরা আন্দোলন করে আসছে টমটম মালিক ও শ্রমিকরা। তবে আগামী ৬ মাসের মধ্যে টমটম মালিক-চালকদের বিকল্প পেশা খোঁজার সুপারিশ করেন মেয়র। এসময় মেয়র বলেন- টমটম আইন গতভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পুলিশ প্রশাসনের সাথে বসে আলোচনা করে নগরীতে সীমিত আকারে টমটম চলাচলের একটি ব্যবস্থা করার চেষ্টা করার আশ্বাস দেন ।

গত রবিবার রাত অটো বাইক থ্রী হুইলার ব্যবসায়ী,মালিক,শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে নুরে আলা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপরুক্ত গুলো বলেন । অটো বাইক থ্রী হুইলার ব্যবসায়ী,মালিক,শ্রমিক ঐক্য পরিষদের ব্যবসায়ী সমিতির সভাপতি মো: সুলেমান আখন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেকার আহমদ সুমনের এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড কাউন্সিল রেজাউল আহমদ,অন্যান্য মাঝে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো: মুমিনুল ইসলাম রনঞ্জু, ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী সমিতির সহ মো: কামাল আহমদ,মালিক সমিতির সহ সভাপতি বরকত আলী, মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান, মালিক সমিতির সহ সভাপতি কামাল আহমদ, মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী,সহ সভাপতি নুর আহমদ,সহ সাধারণ সম্পাদক আ:রহীম,শ্রমিক সমিতির সভাপতি সৈয়দ গোলাম রহমান, শ্রমিক নেতা জাহাঙ্গীর,আলঙ্গীর

আব্দুর ছত্তার,শ্যামল দে সহ এসময় বিভিন্ন স্থানে থেকে আগত মালিক.ব্যবসায়ী,শ্রমিকসহ হাজার চালক শ্রমিক উপস্থিত ছিলেন প্রমুখ

Developed by: