সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে অটো রিক্রাসা বিতরণ

0-02সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কুয়ারপারের অসহায় দারিদ্র রমজান আলীর পরিবারকে গতকাল বরিবার নগরীর শেখঘাটস্থ সংস্থার অস্থায়ী কার্যালয়ে ব্যাটারী চালিত অটো রিক্রাসার চাবি হস্তান্তর করেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক মঞ্জুর হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি সঞ্জীব রায়, মান্না রাজ রায়, জাহেদ আহমদ তালুকদার, মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সাহান, হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ পাপ্পু, অর্থ সম্পাদক সাজিদ আহম্মদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ ফজলে এলাহি অভি, ক্রীড়া সম্পাদক কবির আহমদ। এসময় গরিব অসহায় রমজান আলীর পরিবার সাথে উপস্থিত ছিলেন কুয়ারপার বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, মোঃ জুম্মান আহমদ, আসাদ হোসেন প্রমুখ। এসময় রমজান আলী রিক্রাসা চাবি হাতে পেয়ে সংস্থার সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।

Developed by: