জরায়ু প্রতিস্থাপনের পর সন্তান প্রসব

1412456570_thজরায়ু প্রতিস্থাপনের পর বিশ্বে এই প্রথম এক নারী সন্তানের মা হয়েছেন। সুইডিশ ওই নারীর বয়স ৩৬ বছর। মেডিক্যাল জার্নাল দ্য লানচেট গতকাল শনিবার এ কথা জানিয়েছে। নারীর বন্ধ্যত্ব চিকিৎসায় এটি বড় ধরনের অর্জন বলে মন্তব্য করেছে জার্নালটি। খবর বিবিসির। গত মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সুইডেনের ওই নারী ৩ দশমিক ৯ পাউন্ড ওজনের ছেলে সন্তান প্রসব করেন। তবে নবজাতকের মা-বাবার পরিচয় প্রকাশ করা হয়নি। নবজাতকের বাবা বলেন, গত কয়েক বছর আমাদের অনেক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। অবশেষে আমরা সুখী যে, আমরা একটি সন্তানের জন্ম দিতে পেরেছি। সে অন্যসব শিশুর মতোই। বরং বড় হয়ে বলার মতো সে একটি গল্প পেল।
সুইডিশ ওই নারীর জন্মগতভাবেই জরায়ু ছিল না। কিন্তু তার ডিম্বাশয় ছিল। ৬১ বছর বয়সী পারিবারিক এক বন্ধুর কাছ থেকে জরায়ু পাওয়ার পর গত বছর ১০ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে সেটি প্রতিস্থাপন করা হয়। এর পরের বছর আইভিএফ পদ্ধতিতে তিনি গর্ভ ধারণ করেন।
অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি অব গোটেনবার্গের অধ্যাপক ম্যাটস ব্রানস্ট্রম বলেন, ১০ বছরেরও বেশি সময় ধরে পশুর ওপর নিবিড় গবেষণার পর আমাদের এ সফলতা আসে।
এ সফলতার কারণে জরায়ু সংক্রান্ত জটিলতায় যেসব নারী এতদিন সন্তান প্রসবে অক্ষম ছিলেন তাদের সামনে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে গেল।

Developed by: