সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সোমবার পটুয়াখালীর অন্তত ২৫টি গ্রামে ঈদুল-ফিতর উৎযাপন করা হচ্ছে। প্রতি বছর জেলার কয়েক হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ পালন করে থাকেন।
জেলার সদর উপজেলার বড় বিঘাই, ছোট বিঘাই, মরিচবুনিয়া, বদরপুর, কলাপাড়া উপজেলার ধানখালী, গলাচিপা উপজেলার পানপট্টিসহ আন্তত ২৫টি গ্রামে সকালে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। তবে সকাল ৯টায় পটুয়াখালী বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রধান জামায়াতটি অনুষ্ঠিত হয়।
বর্ষার কারণে ঈদগা ভেজা থাকায় এবার মসজিদেই মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করেন।
এদিকে এসব এলাকায় ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।