দক্ষিণ সুরমায় বাস খাদে পড়ে নিহত ৪

31-01দক্ষিণ সুরমায় একটি বাস খাদে পড়ে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নূর আনন্দ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-১৮৮০) একটি যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ পুরুষ ও ২ নারী যাত্রী মারা যান এবং ২০ জন আহত হন।

নিহতরা হলেন প্রতিভা চক্রবর্ত্তী (৫৫), তার নাতনী অনামিকা চক্রবর্ত্তী (৭), সমুজ মিয়া (৬০) ও আবদুল মুকিত (৫৫)।

দক্ষিণ সুরমার ভারপ্রাপ্ত ওসি মোরসালিন জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ দক্ষিণ সুরমা থানায় রাখা হয়েছে

Developed by: