মেয়র আরিফ কারাগারে

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আত্মসমর্পণের পর সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সকাল সোয়া ৯টায় হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। এরপর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৮শে ডিসেম্বর একই মামলায় এ আদালতে আত্মসমর্পণ করেন হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছ। বিচারক রোকেয়া আক্তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। উল্লেখ্য, ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।56975_me

Developed by: