শৃঙ্খলাভঙ্গের জন্য বিশ্বকাপ ‘শেষ’ আল-আমিনের

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের উদ্ধৃতি দিয়ে রোববার ইএসপিএন ক্রিকেইনফো ডান-হাতি পেসার আল-আমিনকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি জানায়।

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আছে বাংলাদেশ দল।

আল-আমিনের শৃঙ্খলা ভাঙার বিষয়ে মাহমুদ জানান, রাত দশটার পরে বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টে অনুমতি নিতে হয়। কিন্তু তা না নিয়েই বৃহস্পতিবার রাতে আল-আমিন দশটার পর ফেরেন। বিষয়টি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) তাদের জানায়।

আল-আমিনকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর কথা উল্লেখ করে মাহমুদ জানান, কোনো দুর্নীতির সঙ্গে ২৫ বছর বয়সী এই পেসারের যুক্ত থাকার প্রমাণ মেলেনি।

গত বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় আল-আমিনের। ১১ ওয়ানডে খেলা এই পেসার এবার ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এই পেসার।

Developed by: