প্রচন্ড চাপে ইংল্যান্ড আজ জিতলেই কোয়ার্টারে বাংলাদেশ

Bangladesh‘ডু অর ডাই’ অথবা ‘মাস্ট উইন’-এরকম কথাবার্তা এখন ইংলিশ শিবিরে। আজ তাদের সামনে বাংলাদেশ। পরের ম্যাচ আফগানিস্তানের সাথে। শেষ আটে জায়গা করে নিতে হলে ম্যাচ দুটো জিততেই হবে। অবশ্য নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ জিতলে সে সুযোগও থাকবে না। ইংল্যান্ডের ভরসা জো রুট আর জস বাটলার, যারা ব্যাটিংয়ে ভালো ফর্মে আছেন। অপরদিকে মঈন আলী ধারাবাহিকভাবে ভাল বোলিং করে যাচ্ছেন। কিন্তু চাপের মধ্যে এরা কতটুকু ভাল করবেন সে ব্যাপারে নিশ্চিত নন ইংলিশ ক্যাপ্টেন এউন মরগান। তবে এন্ডারসন এবং ব্রোডকে নিয়ে তিনি বোলিংয়ে আশাবাদি। বাংলাদেশ আজ জয়ের জন্যই মাঠে নামবে। তামিম ইকবাল দারুনভাবে তার ব্যাটিং ফর্মে ফিরে এসেছেন। আহত আনামুলের জায়গায় ইমরুল কায়েস দলে যোগ দিয়েছেন। সৌম্য সরকার ওপেন করলে ইমরুল ৩ নম্বরে খেলতে নামবেন। এরপর মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক এরা ব্যাটিংয়ে বাংলাদেশের মিডল অর্ডারে মূল ভরসা। মাশরাফি, রুবেল আজ তাদের পেস এটাক দিয়ে ইংলিশ ব্যাটিং লাইন আপ শুরু থেকেই ভেঙে দিতে তৎপর থাকবেন। আর সাকিব, সাব্বিররা তাদের ঘূর্ণিবল দিয়ে হয়তো ধস নামিয়ে দিবেন ইংল্যান্ডের ইনিংস। আরাফাত সানিকেও আজ দলে দেখা যেতে পারে। আজকের ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ দল: তামিম, ইমরুল/সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ, মুশফিক, সাকিব, সাব্বির, নাসির, মাশরাফি, রুবেল, তাসকিন এবং আরাফাত সানি। যতই চাপের মধ্যে থাকুক বাংলাদেশকে খেলতে হবে ইংল্যান্ডের মতো একটি শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে। স্কটল্যান্ডকে হারানোর বাড়তি প্রেরণা নিয়ে আজ বাংলাদেশ জিতবে। শুভ কামনা টাইগারস।

Developed by: