মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়ার ৫০তম জন্মজয়ন্তি উপলে এক সংবর্ধনা অনুষ্ঠান ও সংকলন ‘আলোর ঝলক’ প্রকাশনা উৎসব আগামী ১৩ মে বুধবার বিকাল ৩টায় স্থানীয় বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ উপজেলা নিবাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তাপসী চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিছবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও সুনামগঞ্জ প্রেসকাবের সহসভাপতি বিজন সেন রায়।
অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন মো. খালেদ মিয়া’র ৫০তম জন্মজয়ন্তি উদযাপন পরিষদের আহবায়ক সাইদুর রহমান সাঈদ ও সদস্য সচিব মো. ফজলুল হক দোলন।