আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার দুইযুগ পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী উৎসবের প্রথম দিন ২২ মে শুক্রবার বিকেল ৫টা থেকে জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রীট ডাইভারসিটি প্লাজায় সকলকে সমবেত হবার জন্য অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক রোকেয়া হায়দার। ৬টা ১৫ মিনিটে শুরু হবে শোভাযাত্রাটি। ৭৪ স্ট্রীট থেকে ৭৩ স্ট্রীট হয়ে ৩৭ এভিনিউ দিয়ে শোভাযাত্রাটি ৭৭ স্ট্রীটের পিএস ৬৯ মিলনায়তনে গিয়ে সমাপ্ত হবে। উৎসবে আগত সকল অতিথিবৃন্দ এবং শিল্পীরা ছাড়াও আমেরিকার মূলধারার নেতৃবৃন্দ প্যারেডে অংশ্রগহণ করবেন। প্যারেডে অংশ্রগহণ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আহ্বায়ক। উল্লেখ্য ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার সাথে প্রথম প্যারেড অন্তর্ভুক্ত হয়। এখানে ২০০৮ সালের শোভাযা্ত্রায় সুনীল গঙ্গোাপাধ্যায় এবং সেনেটর পাডাভানকে দেখা যাচ্ছে। উপরে ছবিতে দেখা যাচ্ছে জন ল্যুকে। উল্লেখ্য, আগামি ২২, ২৩ ও ২৪ মে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ৬৯ স্কুল মিলনায়তনে।