গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার ক্বেরাত প্রশিণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

2-28দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মাসব্যাপী ক্বেরাত প্রশিণের সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ গত ২৫ জুলাই শুক্রবার বাদ জুম্মা মাদ্রাসার দারুল ক্বেরাত ভবনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের মূলবাণীকে বুকে ধারণ করে এবং কোরআন ও হাদিসের পথ অনুসরণ করে চলতে পারলে আমরা যথার্থ মানুষ, সফল মানুষ, আলোকিত মানুষ হিসেবে ইহকালে যেমনি মর্যাদা পাবো তেমনি পরকালিন সুখ শান্তি আমাদের জন্য অপো করছে। দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট দীর্ঘদিন যাবত সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের সেই সুযোগ করে দিচ্ছে। যার দরুন আমাদের নতুন প্রজন্মের শিশু কিশোররা উপকৃত হচ্ছেন মৌলিক শিা অর্জনে।
দারুল ক্বেরাত গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও শাখার নাজিম ক্বারী এম. এ রহিমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক বাসিয়া পত্রিকা ও বাসিয়া টুয়ান্টিফোর ডক কমের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নওয়াব আলী। প্রধান বক্তা হিেেসবে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক হাফিজ ক্বারী মাওলানা হুসাইন মোহাম্মদ লোকমান, প্রধান ক্বারী আনছার আলী, মাহমদ আলী, সাবেক মেম্বার ফারুক আহমদ, ব্যবসায়ী ছোয়াব আলী ও সেলিম আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুস ছবুর। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মো. দিলওয়ার হোসাইন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ মিয়া, গিয়াস মিয়া, কারী রজব আলী, ক্বারী আব্দুল হান্নান, ক্বারী জামিল আহমদ, ক্বারী সৈয়দ ফখরুল ইসলাম, ক্বারী আব্দুল গনি, ক্বারী জিকরুল ইসলাম, ক্বারী মিছবাহ উদ্দিন, হাফিজ ক্বারী রাকিব আলী, ক্বারী ছালেহ আহমদ, হাফিজ ফখরুল ইসলাম। পরে অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

Developed by: