শিশু রাজন হত্যায় এবার মুহিতের স্বীকারোক্তি

১১2সিলেটের চ্যাঞ্চল্যকর শিশু রাজন হত্যা মামলায় ঘাতক ময়না চৌকিদার ,ভিডিও চিত্র ধারণকারী নুর আহমদ , হত্যাকান্ড ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী দুলালের স্বীকাক্তি মূলক জবানবন্দি প্রদানের পর এবার আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে ঘাতক মুহিত ।

আদালত সূত্রে জানা যায় ,নির্মমতার নিষ্ঠুর শিকার শিশু রাজন হত্যা মামলায় রিমান্ডে থাকা ঘাতক মুহিত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করবে । যার জন্য মুহিতকে সিলেটের আদালতে হাজির করা হয়েছে । বুধবার সিলেট মহানগর মূখ্য ৩ য় আদালতের বিচারক আনোয়ারুল হক’র কাছে জবান বন্দি প্রদান করা হবে বলে জানা গেছে ।

এ ব্যাপারে এসএমপি’র জালালাবাদ থানার জিআরও ফরিদ আহমদ নিউজ সর্বশেষকে জানান,২ য় দফায় রিমান্ডে থাকা মুহিত,রাজন হত্যাকান্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তি প্রদান করবে । এবং সেই লক্ষে তাকে আদালতে হাজির করা হয়েছে ।

এদিকে ,শিশু রাজন হত্যা মামলায় গ্রেফতারকৃত ময়না মিয়া চৌকিদার ওরফে রড় ময়না আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে গত সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যায় সাড়ে ৭টা পর্যন্ত তার । সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক আনোয়ারুল হক তার জবানবন্দি রেকর্ড করেন।একই আদালতে শিশু রাজন হত্যা মামলায় রিমান্ডে থাকা ভিডিও চিত্র ধারণকরী নূর মিয়া ও প্রত্যক্ষদর্শী দুলাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যায় সাড়ে ৬টা পর্যন্ত তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

উল্লেখ্য গত ৮ জুলাই চোর অপবাদ দিয়ে শিশু সামিউল আলম রাজনকে ভিডিওচিত্র ধারণ করে পিটিয়ে হত্যা করে তা ইন্টানেটে ছেড়ে দেয়। এ ঘটনায় দেশে বিদেশে আলোড়ন হয়।

Developed by: