সু শিতি মানুষ গড়তে হলে প্রয়োজন সকলের চেষ্টা ও সাধনা অধ্য কবি কালাম আজাদ

002উন্নত জাতি ও দেশ গঠনে প্রয়োজন সু-শিতি নাগরিক। সু-শিতি মানুষ গড়তে হলে প্রয়োজন সকলের চেষ্টা ও সাধনা। গত মঙ্গলবার বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে রহমান কমপ্লেক্সে, অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্যোগে এস.এস.সি-দাখিল কৃতি ছাত্র/ছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি, শিাবিদ অধ্য কবি কালাম আজাদ উপরোক্ত কথাগুলো বলেন। অপশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তি ও জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার যুগ। এ যুগে কম্পিউটারসহ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমাদেরকে আরো অভিজ্ঞতা অর্জন করতে হবে, তথ্য-প্রযুক্তি নির্ভর আজকের এই যুগ। তাই তথ্য-প্রযুক্তি বিহীন আমাদের জীবন একেবারে অন্ধ,আমরা প্রতি মহুর্তেই তথ্য-প্রযুক্তি উপর নির্ভরশীল। অন্যথায় আজকের এই সময়ে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাব। তাই বৃহত্তর সিলেটের কানাইঘাটের তথ্য-প্রযুক্তির একমাত্র শ্রেষ্ট প্রতিষ্টান অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট বিগত ৯ বছর ধরে আমাদের এই সমাজের শিতি প্রজন্ম জন-গুষ্টি কে ডিজিটালাইজ করার লে বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম আরো দ্রুত গতিতে এগিয়ে যাক, এবং সফলতার শীর্ষে পৌছার প্রত্যাশা রাখি। ক্বারী সাহিদ আহমদ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ও মতিউর রহমান মতি, মাছরুর আহমদ, মুস্তাক আহমেদ, ও নাজমূল ইসলাম খাঁন এর সম্মিলিত সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় লেখক, কলামিষ্ট, সমাজসেবী, অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহীম প্রধান বক্তার বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক জেলা শিা অফিসার কবি খলিলুর রহমান, গাছবাড়ী কামিল মাদরাসার অধ্য মাওলানা তাহির উদ্দিন, কানাইঘাট ডিগ্রী কলেজের অধ্য শামসুল আলম মামুন, ঝিংগাবাড়ী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্য মাওলানা আনওয়ারুল্লাহ, অধ্য মোঃ আব্দুস ছালাম, ৮নং ইউ/পি চেয়ারম্যান মাষ্টার রফিক আহমদ চৌধুরী, উপাধ্য মাওলানা শামসুদ্দীন, দৈনিক সিলেট সুরমার নির্বাহী সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী দীপু, প্রধান শিক মিফতাহুল বর চৌধুরী, বৃহত্তর সিলেটের সামাজিক ও শিামূলক সংগঠন, সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেইন সোহেল, প্রধান শিক নুরুল আমিন, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান মুজিবুর রহমান ডালিম, কবি সরওয়ার ফরুকী, ডাঃ তোফাজ্জল হোসেন, গাছবাড়ী ক্যাডেট মাদরাসার চেয়ারম্যান সমাজ সেবী রেজওয়ানুল করীম, সমাজ সেবী হাফিজ ফয়েজ আহমদ, গাছবাড়ী ক্যাডেট মাদরাসার অধ্য মাওলানা মুক্তার আহমদ, সংগঠক আহমদ হুসেন জুবায়ের, সংগঠক ইসমাঈল হুসাইন জুনাইদ। সম্বর্ধিত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, মতিউর রহমান, নিলুফা আক্তার ঝুমা, মাহফুজুর রহমান। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন রেজওয়ানুল করীম, আল আমিন। স্বাগত বক্তব্য পেশ করেন অপশনের উপদেষ্টা হাফিজ ফয়েজ আহমদ। প্রতিষ্ঠানের প্য থেকে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ইকবাল হোসেন। সভাপতির ধন্যবাদ বক্তব্যের মধ্যে দিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Developed by: