প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে এপেক্স হলিসিটি ও সাউথ সুরমার বস্ত্র বিতরণ

001এপেক্স কাব অব হলিসিটি ও এপেক্স কাব অব সাউথ সুরমার যৌথ উদ্যোগে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ব্যবহারিক বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিলেট নগরীর জিন্দাবাজার জল্লারপাড়স্থ গ্রীণ ডিসএ্যবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে এ ব্যবহারিক বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন, প্রতিবন্ধি শিশুরা এখন আর সমাজের বোঝা নায় এরা এখন জন সম্পদে পরিনত। এর প্রমান আজকের এই জিডিএফ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে এপেক্সিয়ান জিডি রুমু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মোঃ আব্দুল খালিক, জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদ, এপেক্স কাব অব সাইথ সুরমার সাবেক সভাপতি ও জিডিএফ’র নির্বাহী পরিচালক রজব আলী খান নজীব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এপেক্স রকিব আলী খান, এপেঃ এম এ কাইয়ুম চৌধুরী, এপেঃ জসিম উদ্দিন, ডাঃ এম এ আব্দুস সালাম, এপেক্স ইকবাল হোসেন, এপক্স মোঃ ফাহাদুল ইসলাম, জিডিএফ ম্যানেজার স্বপন মাহমুদ। কোরআন তেলাওয়াত করেন জিডিএফ শিক্ষার্থী মোঃ কয়েছ মিয়া। বিজ্ঞপ্তি।

Developed by: