দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা

001বরগুনা, ২ আগষ্ট- বরগুনা সদর উপজেলায় দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর নিজেও একইভাবে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

বরগুনা থানার ওসি রিয়াজ হোসেন জানান, শনিবার রাতে উপজেলার লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা সৌদি প্রবাসী রোমান পঞ্চায়েতের স্ত্রী ও সন্তান। ঘটনার পর তিনজনকে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে দুই মেয়ে মৌমি (৫) ও তায়িবার (৩) মৃত্যু হয়।

আর তাদের মা রোজী আক্তার (২৬) মারা যান রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে।

স্থানীয়রা জানান, লেমুয়া গ্রামের সুনু পঞ্চায়েতের ছেলে রোমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। গত রোজায় তিনি বাড়ি আসেন।

এক নারীর সঙ্গে রোমানের পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে রোজী এই পথ বেছে নিয়েছেন বলে প্রতিবেশীদের ধারণা।

এ বিষয়ে জানতে চাইলে ওসি রিয়াজ হোসেন বলেন, “রোমানকে নজরদারীতে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাকে আটক করা হবে।”

ওই বাসার গৃহকর্মী হারুন (৩০) জানান, শুক্রবার রোজী বিড়ালের উৎপাতের কথা বলে মারার জন্য তাকে দিয়ে বাজার থেকে বাসুডিন (কীটনাশক) কিনিয়ে আনেন। এরপর শনিবার সন্ধ্যায় রোজী চানাচুর কিনতে তাকে দোকানে পাঠান।

হারুন দোকান থেকে ফিরে দেখেন, বাড়ির দোতলায় বাচ্চারা কান্নাকাটি করছে, ঘরের দরজা বন্ধ। পরে জানালা ভেঙে দোতলায় উঠে দেখা যায়, দুধের সঙ্গে বাসুডিন মিশিয়ে দুই মেয়েকে খাইয়ে রোজী নিজেও কীটনাশক পান করেছেন অসুস্থ অবস্থায় পড়ে আছেন।

মুমূর্ষু অবস্থায় তাদের বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে দুই শিশুর মৃত্যু হয়।

এ সময় উপস্থিত ¯^জনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে রাতেই হাসপাতালে আসেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক। ঘটনার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Developed by: