বৃহস্পতিবার সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল এম এ খান’র ৩১ তম শাহাদাৎবার্ষিকী

002সাবেক নৌবাহিনী প্রধান যোগাযোগ ও কৃষি মন্ত্রী সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান’র ৩১ তমত শাহাদাৎ বার্ষিকী।

১৯৮৪ সালের এই দিনটিতে তিনি জীবনের শেষ মূহর্ত্তটুকু নিপিরিত স্বদেশ বাসীর সেবায় উৎসর্গ করে তিনি জীবনের শেষ নিঃস্বাশ ত্যাগ করেছিলেন।

মরুহমের শাহাদাৎ বার্ষিকী উপলে কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের মাজারে পুষ্পস্থবক অর্পন, কোরআন খতম ও বিশেষ মোনাজাত। বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা, চট্টগ্রাম, কাপ্তাই, মংলা ও খুলনার বিভিন্ন নৌঘাটিতে এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হবে।

মরহুমের জন্মভূমি সিলেটে মাহবুব আলী খান স্মৃতী পরিষদের উদ্যোগে বাদ আছর হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে মিলাদ মাহফিল , বিশেষ মোনাজাত ও সিন্নি বিতরণ করার আয়োজন করা হয়েছে। এতে সর্বস্থরের জনসাধারণ কে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন মরুহমের ভাতিজা বাবর আলী খান।

এছাড়া বাদ আছর হজরত শাহপরান (র.) মাজার মসজিদে এবং মরহুমের গ্রামের বাড়ী সিলেট জেলার বিরাহীমপুরে বাদ যোহর মিলাদ ও সিন্নি বিতরণ এর আয়োজন করা হয়েছে।

এদিকে মরুহমের শাহাদাৎ বার্ষিকী উপলে তার ঢাকাস্থ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পাশাপাশি সুরভি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের প থেকে সারাদেশের ২০০ টি শাখায় বিশেষ দোয়া ও শিশুদের মধ্যে খাদ্য বিতরন করা হবে।

Developed by: