সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব মোঃ মতিউর রহমান বলেছেন তথ্য প্রযুক্তির জন্য বাংলাদেশ আজ বিশ^মানের শিক্ষার সাথে পরিচিত। বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষাগ্রহণের সুযোগ পাচ্ছে। বিশ^মানের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা দেশ বিদেশে নেতৃত্ব দিতে শুরু করেছে। মা-মনি স্কুল ১৩ বছর থেকে যুগোপোযোগী শিক্ষা দানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মেধাবী হিসেবে গড়ে তুলছে। প্রতিষ্ঠানের উপদেষ্ঠা আলহাজ¦ এম.এ শাকুর সিদ্দিকি যুক্তরাজ্য ও বাংলাদেশে শিক্ষার উন্নয়নের পাশাপাশি অবহেলীত জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সদর উপজেলার তালিকায় ২০১৪ সালের পিএসসি পরীক্ষায় ১ম ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত সাকিবের মত মেধাবী ছাত্ররা মা-মনি কিন্ডারগার্টেন স্কুল থেকে বের হয়ে আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। যুগ্ম সচিব মোঃ মতিউর রহমান ৮ই আগষ্ট ২০১৫ দুপুরে নগরীর উপকণ্ঠ শাহপরান এলাকায় অবস্থিত মা-মনি কিন্ডার গার্টেন আয়োজিত স্কুলের উপদেষ্ঠা এম.এ শাকুর সিদ্দিকি ও ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত সাকিবের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল মুজিবুর রহমান ডালিমের সভাপতিত্বে ভাইস প্রিন্সিপাল শওকত আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজা সভাপতি মঈনুল হক বুলবুল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীম, মুক্তিযোদ্ধা কমান্ডার শওকত আলী, অভিভাবক প্রতিনিধি ফরহাদ চৌধুরী, মেধাবী শিক্ষার্থী সাকিবের পিতা সাব্বির আহমদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ কামাল আহমদ কামালী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলতাফ হোসেন বিলাল, এপেক্সসিয়ান জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, শিক্ষক মামুনুর রশিদ, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান, ছাত্রনেতা বুরহান উদ্দিন, ব্যবসায়ী মিসবাহ উদ্দিন, নাঈম উদ্দিন প্রমুখ।