অবৈধ ও বেআইনী ভাবে গ্রাহকদের সুদের গ্যারাকলে জড়িয়ে ‘স্বপ্নতরী বহুমুখী সমবায় সমিতি’র চেয়ারম্যান, পরিচালকদের নানা অপকর্ম ও হুমকি ধমকি মামলা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। গতকাল ৮আগষ্ট শনিবার দুপুর ১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘স্বপ্নতরী’র প্রায় দুই শতাধিক গ্রাহক এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। আয়োজিত মানববন্ধনে বক্তারা সরকার এবং জনগণের প্রতি অসহায় ও নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসার অহবান জানান। আয়োজিত মানববন্ধনে মোঃ সফিক উদ্দিন খাঁন সাজ্জাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোঃ জমরুত মিয়া, রোশনা বেগম, মোঃ রইস আহমদ, গুলজার আহমদ, মো জমির মিয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মাহমুদ রিয়াদ বিন রশিদ, আজিজুল হাকিম, ছমির উদ্দিন, রজত কান্তি পাল রিংকু, আব্দুস সালাম, রুজি বেগম, রুমি বেগম, বাবুল, এস আর চৌধুরী রায়হান প্রমুখ। বক্তারা বলেন, স্বপ্নতরী নামের সমিতি আমাদের স্বপ্ন দেখিয়ে প্রতারণা করেছে। স্বপ্নতরীর পরিচালকরা গ্রাহকদের কাছে ঋণ দেয়ার পূর্বে গ্রাহকের কাছ থেকে ৩টি ব্লাঙ্ক চেক এবং গ্রাহকের জামিনদারের কাছ থেকে ৩টি ব্লাঙ্ক চেক সমিতির আইন দেখিয়ে গ্রহণ করে পরে সুদসহ ঋণের দিগুণ টাকা পরিশোধের পরও গ্রাহকের চেক ফেরত না দিয়ে মামলায় জালে ফাঁসিয়ে দেন। এবং সেই ব্লাঙ্ক চেকগুলোতে ইচ্ছেমত টাকার অঙ্ক বসিয়ে নানা ধরণের হুমকি দিতে থাকেন।
শুধু মামলা নয় ‘স্বপ্নতরী’ সমবায় সমিতির চেয়ারম্যান ফয়জুল কয়েসের রয়েছে তার নিজস্ব সন্ত্রসী বাহীনিদের দ্বার নির্জাতন করেন । এর থেকে প্রতিকার পেতে সরকার ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ভুক্তভোগি গ্রাহকরা স্বপ্নতরীর পরিচালক এবং এর সাথে জড়িতদের প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলাগুলোর উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন । উল্লেখ্য, ঋণগ্রহীতাদের করা প্রতারণার অভিযোগে সম্প্রতি স্বপ্নতরী সমবায় সমিতির চেয়ারম্যান ফয়জুল কয়েস আটক হয়ে জেলে রয়েছেন। সমিতির চেয়ারম্যন জেলে থাকলেও তার অনুগতদের দিয়ে মামলা করানোর প্রস্তুতি নিয়েছেন বলে অভিযোগ করেন অনেকেই। বিজ্ঞপ্তি।