বহুমুখী প্রতিভার অধিকারী মুজাহিদ ভবিষ্যতে ডাক্তার হতে চায়

01সিলেট এমসি কলেজের মেধাবী কৃতি ছাত্র মো: মুজাহিদুল ইসলাম ২০১৫ সালের এইচএসসি পরীায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য, এর আগে সে ২০১৩ সালে পাঠানটুলা জামেয়া থেকে দাখিল পরীায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে গোল্ডেন জিপি-৫ অর্জন করার পাশাপাশি ২০১০ সালেও জেডিসি পরীায় সিলেট বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে সেরা ছাত্র হিসেবে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।
তাঁর গর্বিত পিতা মাওলানা আবুল ফজল মুহাম্মদ শফিকুল ইসলাম শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার সিনিয়র শিক ও মাতা নুরুন্নেছা খাতুন একজন গৃহিনী। তিন ভাই ও এক বোনের মধ্যে সে সবার ছোট। বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের একানিধা (মোল্লাবাড়ি) তাঁর গ্রামের বাড়ি।
সে তাঁর এ ফলাফলের জন্য মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাঁর মা-বাবা ও সকল শিক-শিকিাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। পড়াশুনার পাশাপাশি তাঁর গান গাওয়া, কবিতা, গল্প ও উপন্যাসসহ লেখালেখিতে অসাধারণ প্রতিভা রয়েছে।
বহুমুখী প্রতিভার অধিকারী কৃতি ছাত্র মুজাহিদ ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।

Developed by: