সুনামগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যা : সাবেক সংসদ’র ভাতিজা সহ ২১ জনের নামে মামলা

1210সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় তানিয়া বেগম (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। তানিয়া উপজেলার নাছনি চন্ডিপুর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে।
অপহরণের ১০ দিন পর সোমবার দিনগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ জেলার চামড়াবন্দর এলাকার নদীর চর থেকে তানিয়ার লাশ উদ্ধার করে স্বজনরা। মঙ্গলবার সকালে লাশটি দিরাই থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মতিউর রহমানের ভাতিজা নাঈম মিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেছেন তানিয়ার দাদা আব্দুল খালেক।
পুলিশ ওই মামলায় নাইমের চাচাতো ভাই নজরুল ইসলাম ও রফিকুল ইসলামকে গ্রেফতার করছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েছ আলম জানান, ময়না তদন্ত রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেলে অপহরণ মামলায় হত্যাসহ আরো ধারা সংযুক্ত করা হবে।

Developed by: