জাগ্রত কন্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত

001জাগ্রত কন্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক জগন্নাথপুরের সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদরাসায় গত ১৯/০৮/২০১৫ইং তারিখে তিনটি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্টিত হয় মাদরাসার অডিটরিয়ামে। এতে উপজেলার ৬টি শিা প্রতিষ্ঠানের শিার্থীরা অংশগ্রহণ করে। প্রধান অতিথি ছিলেন অত্র মাদরাসার অধ্য সৈয়দ রেজওয়ান আহমদ, মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি কবি মো. সহিদ মিয়া, প্রধান আলোচক উপজেলার একাডেমী সুপার ভাইজার অরুপ কুমার রায়, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মনসুর খান, জনাব মনোয়ার আলম টাইটেলী, এডিএম ফখর উদ্দিন আহমদ, দিলিপ চন্দ্র দাস, রফিকুল ইসলাম, আলী আকবর, লেবু মাস্টার, নিজাম উদ্দিন, আশিকুর রহমান, আজমান আলী ও সৈয়দ আয়েশ মিয়া প্রমুখ। এতে অংশগ্রহণ করেছিল হলিয়ার পাড়া আলিম মাদরাসা, সাজেদা খানম বালিক উচ্চ বিদ্যালয়, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর আলিম মাদরসা। বিতর্কের বিষয় ছিল যথাক্রমে: ১। “শিল্প নয়, কৃষিই উন্নয়নের মূল উৎস” ২। “বৃদ্ধরা নয় অকর্মারাই সমাজের বোঝা” ও ৩। “বাংলা সাহিত্যে কবি রবিন্দ্রনাথ অপাে কবি নজরুলের অবদান বেশী”। তুমুল প্রতিযোগীতায় বিতর্কের সমাপ্তি ঘটে। এতে উৎসাহিত হয়ে সৈয়দ জয়তুন মিয়া প্রতিযোগীদের মধ্যে নগদ অর্থ প্রধান করেন এবং কবি সহিদ মিয়ার লিখিত গ্রন্থ অতিথি ও অংশগ্রহণকারীদেরকে উপহার দেন।

Developed by: