দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর ও কার্যকরী কমিটির এক জরুরি সভা ২৮ আগস্ট শুক্রবার বিকালে স্টেশন রোডস্থ মাসিক বাসিয়া পত্রিকা কার্যালয়ে অনুস্টিত হয়।
দু্ই পর্বের অনুস্টানে প্রথম পর্বে ছিলো স্বরচিত লেখাপাঠ ও পঠিত লেখার উপর আলোচনা।
২য় পর্বে ছিলো কার্যকরি কমিটির সভা। দুটি পর্বের ই সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি মোহাম্মদ নওয়াব আলী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে পঠিত লেখার উপর আলোচনা করেন কবি সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, ছড়াশিল্পী তাজুল ইসলাম বাঙালি।
লেখাপাঠ করেন গীতিকবি হরিপদ চন্দ, কবি দেওয়ান মতিউর রহমান খান, সুব্রত দাশ, কবি শামসুদ্দিন তালুকদার দুদু, মোঃ লুৎফুর রহমান, এম আলী হোসাইন, রিয়াদ আখন্দ, সাকিব আহমদ প্রমুখ।
আসরে কবি জসিম উদ্দিনের কবর কবিতা আবৃতি করেন জ্যোতিষ মজুমদার।
২য় পর্বে কার্যকরি কমিটির সভায় গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।