গণমাধ্যমের অধিকার হরণ না করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, গণমাধ্যমের অধিকার হরণ না করে পরিমার্জিত ও স্বাধীন সম্প্রচার নীতিমালা করুন।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আজ সোমবার দুপুরে এক স্মরণ সভায় তিনি এ পরামর্শ দেন। শেখ কামালের ৬৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি ওই স্মরণ সভার আয়োজন করে।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে উঠছে। এর আগে সম্প্রচারের কোনো নীতিমালা ছিল না। যে যার সুবিধা মতো কাজ করেছে। এবার বর্তমান সরকার একটি নীতিমালা তৈরি করেছে। এটা একটা স্পর্শকাতর বিষয়। এ নীতি প্রণয়ন, কার্যকারিতা ও বাস্তবায়নে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ এটা আমাদের মৌলিক অধিকার। তবে এর মাধ্যমে যাতে গণমাধ্যমের অধিকার হরণ না হয় সেদিকেও নজর দিতে হবে। দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি গণমাধ্যমগুলো যেন তাদের সংবাদ ও অনুষ্ঠান পরিমার্জিত ও পরিশীলিতভাবে সম্প্রচার করতে পারে, সেদিকে সরকারের নজর রাখতে হবে।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘সাংবাদিকতার নামে যারা হলুদ সাংবাদিকতা করেন তাদের দিকেও দৃষ্টি রাখতে হবে। রাত ১২টার পরে দেখা যায়, বাংলাদেশ আর বাংলাদেশ নেই। যে যার মতো যা ইচ্ছা করতে থাকে, বলতে থাকে। বিবেক ও চিন্তার স্বাধীনতা থাকবে কিন্তু এ গুলো সাংবিধানিকভাবে আইন দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে।’