প্রেম করছেন মনিকা-চ্যান্ডলার?

ছোট পর্দার জনপ্রিয় যুগল মনিকা-চ্যান্ডলার বাস্তব জীবনেও প্রেম করছেন বলে শোনা যাচ্ছে। ‘ফ্রেন্ডস’ খ্যাত কর্টনি কক্স এবং ম্যাথিউ পেরি দীর্ঘদিন ধরেই ঘনিষ্ট বন্ধু।

জন ম্যাকডেইডের সঙ্গে কর্টনির বাগদান ভেঙেছেন চলতি মাসের শুরুতেই। আর লিজি কাপলানের সঙ্গে ২০১২ সালে সম্পর্ক ভেঙে যায় পেরির।

এক সূত্র বলছে, “এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে, বাগদান ভেঙে যাওয়ার পর যে অল্প কিছু মানুষকে কর্টনি ফোন করেছেন তাদের মধ্যে ম্যাথিউ একজন।”

সূত্রটি আরো জানায়, এর আগেও খারাপ সময়ে একে অপরের ওপর নির্ভর করেছেন এই দুই তারকা।

বলা হচ্ছে, এই জুটি তাদের সম্পর্ক নিয়ে ধীরে ধীরে এগুতে চান এবং এখন জনসম্মুখে এ বিষয়ে কথা বলতে চান না।

Developed by: