আমলার আপত্তি! ‘খাটো’ পোশাক বদলাতে হল মহিলা সঞ্চালককে

খাটো পোশাক পরেছিলেন এক ভারতীয় টেলিভিশন সঞ্চালক। তাই তাঁকে সাক্ষাত্কার দিতে অস্বীকার করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টেস্ট অধিনায়ক তথা ব্যাটসম্যান হাসিম আমলা।বিশেষ সূত্রে এমনটাই জানানো হয়েছে। ধর্মপ্রাণ মুসলিম আমলা। সঞ্চালকের খাটো পোশাক ও লো-নেক টপ দেখে তিনি খুবই অসন্তুষ্ট হন বলে জানা গেছে।

সাক্ষাত্কারের আয়োজকদের সাফ জানিয়ে দেন, সঞ্চালক এমন পোশাক পরে থাকলে তিনি সাক্ষাত্কার দেবেন না। তাঁর কথা মেনে নেন আয়োজকরা। অন্য পোশাক পরে আমলার সাক্ষাত্কার নেন সঞ্চালক।

জন্মসূত্রে গুজরাতি আমলা লম্বা দাড়ি রাখেন। ইসলামের শিক্ষার প্রতি তাঁর অনুরাগ আগেও জানা গিয়েছে। একটি কোম্পানির বিয়ারের বিজ্ঞাপন লেখা দলের জার্সি পরতেও তিনি অস্বীকার করেছিলেন। এ জন্য ৫০০ ডলারের জরিমানা দিতেও প্রস্তুত ছিলেন তিনি।

২০০৬-এ অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা টেন স্পোর্টসের ধারাভাষ্যকার ডিন জোন্স আমলাকে ‘টেররিস্ট’ বলে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচের সময় ধারাভাষ্য দিতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন জোন্স। – সূত্র : এবিপি

Developed by: