বাসিয়া প্রকাশনীর সাথে জাতীয় গ্রন্থাগারের প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0001নতুন প্রকাশনা সংগ্রহে জাতীয় গ্রন্থাগারের প্রতিনিধিদল বৃহস্পতিবার বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে এক মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভায় প্রতিনিধি দলের বিবলিওগ্রাফার ও ফোকাল পয়েন্ট অফিসার মুহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, সারাদেশ থেকে নতুন প্রকাশনা সংগ্রহ করা, সংগৃহীত তথ্যসামগ্রীর গ্রন্থপঞ্জিগত তথ্যের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় গ্রন্থপঞ্জি প্রকাশ এবং অবশেষে এগুলো গবেষণা/রেফারেন্স এর জন্য কেন্দ্রীয়ভাবে সংরণের সরকারের একক দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হলো বাংলাদেশে জাতীয় গ্রন্থাগার। তাই জাতীয় গ্রন্থাগারের এসব কর্মকান্ড দেশের বিভিন্ন বিভাগের সৃজনশীল প্রকাশনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে অবগত করা এবং নতুন প্রকাশনা সংগ্রহের জন্য মাঠ পর্যায়ে চষে বেড়াচ্ছে। এরই কর্মসূচী হিসেবে আমরা সিলেটে অবস্থান করছি। সাথে সাথে প্রকাশনী সংস্থার সাথে সমন্বয় সাধন করে তাদের অভিযোগ সহ সকল বিষয় শেয়ার করতে চাই। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করতে চাই।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়া, কবি রাশিদা বেগম, কবি এম এন নুরুল উপস্থিত ছিলেন।
এসময় প্রতিনিধি দলের সিনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট বাবুল আক্তারও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল আগামীকাল শুক্রবার পর্যন্ত সিলেটে অবস্থান করবেন।

Developed by: