দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার পুরস্কার বিতরণ গত ৩ জুলাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি সমাজসেবী ও ব্যবসায়ী আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিানুরাগী আবদুল মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কামাল বাজার আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম মনোহর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হিসেবে উ্পস্থিত ছিলেন গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক হাফিজ লোকমান আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী আবদুস সাত্তার, মাসিক বাসিয়া সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী, এডভোকেট মাওলানা মারুফ আহমদ, রোটারিয়ান মতিউর রহমান, শিক মকব্বির আলী, হাফিজ আব্দুল হক ও গিয়াস উদ্দিন।
কারি ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন অত্র শাখার ছাত্র আবদুস ছবুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার নাজিম হাফিজ কারী এম এ রহিম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ক্বারী মাওলানা রজব আলী, কারী মাওলানা আবদুল গণি, ক্বারী হাফিজ সালেহ আহমদ, ক্বারী রাকিব আলী, ক্বারী মিছবাহ উদ্দিন, ক্বারী মাহবুবুর রহমান, কারী জহিরুল ইসলাম, ক্বারী আনোয়ার হুসেন ক্বারী সুরমান আলী। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন নূর আহমদ ও নাজিম।
পুরস্কার বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রের প্রধান কারি আনছার আলী।