বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, কোন সরকারের আমলেই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এমন সচেতনতা তৈরী হয়নি। আমাদেরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সচেতন হয়ে তৃণমূল পর্যায় থেকে জঙ্গি নির্মূল করতে হবে। বাঙ্গালী জাতি অসম্ভবকে সম্ভব করেছে। কোন জঙ্গি গোষ্টির কাছে এ জাতি মাথা নত করবেনা এবং কোন মুসলমানও মাথা নত করবেনা। তিনি বলেন, কোন বিদেশী শক্তি যাতে আমাদের দেশে বিভ্রান্তির সৃষ্টি না করতে পারে সে লÿ্যে জাতীর জনক শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে জাতীর জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন, সিলেট-এর উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সিলেটের রিকাবীবাজারস্থ জেলা পুলিশ লাইন্স শহীদ এসপিএম শামসুল হক মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশন, সিলেট-এর সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম এবং ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার (পিপিএম সেবা) নূরে আলম মিনা, সিলেট উপ পুলিশ কমিশনার, এসএমপি মোঃ রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। পশ্চিম কাজীর বাজার জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ শফিকুর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভার স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, সিলেট-এর পরিচালক ফরিদ উদ্দিন আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হযরত শাহ জালাল (র.) দরগাহ জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমদ, কামাল বাজার আলিম মাদ্রাসার অধ্যÿ মাওলানা একেএম মনোয়ার আলী, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা-এর মউশিক উপ পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মজিব উলøাহ ফরহাদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান, জাতীয় পর্যায়ে প্রশিÿণ প্রাপ্ত ইমাম মাওলানা নূরুল আমীন, কালেক্টর মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহ আলম, কামাল বাজার মসজিদের ইমাম এশাদুর রহমান, ইমাম মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আনোয়ারুল আম্বিয়া প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত করেন জাতীয় পর্যায়ের শ্রেষ্ট ইমাম মোঃ সাইফুল ইসলাম ও হামদ নাত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী মোঃ হোজায়ফা।
বিশেষ অতিথির বক্তব্যে নূরে আলম মিনা বলেন, সকলে মিলে দল মত নির্বিশেষে আমাদের দেশটাকে রÿা করতে হবে। কেননা দেশ রÿা করা আমাদের প্রত্যেকের জন্য একটি ঈমানী দায়িত্ব। দেশের জন্য কাজ করা ইবাদতের মতো।
এসএমপি মোঃ রেজাউল করিম বলেন, এদেশে আমাদের মাঝে অনেক সম্প্রীতি রয়েছে। সেই সম্প্রীতির জন্যই আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান সকলে মিলে এক সাথে বসবাস করি। আমাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, ৩০ লÿ শহীদ ও ২ লÿ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশকে পেয়েছি। এই দেশ আমাদেরকে কেউ দান করেনি। এদেশের মান মর্যদা রÿা করা আমাদের সকলের দায়িত্ব।
সভাপতির বক্তব্যে মোঃ জয়নাল আবেদীন বলেন, উন্নয়নের জোয়ারে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে। চিকিৎসা, স্বাস্থ্য ও কৃষি শিল্পের বিপ্লবের ফলে মানুষের গড় আয়ু আগের চেয়ে অনেক বেড়েছে। পদ্মা সেতু নির্মাণ হলে এদেশের অর্থনৈতিক চাকা একদম পাল্টে যাবে। এদেশ থেকে অপশক্তি দুর করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।