এবার ক্রিকেট মাঠে অর্জুন কাপুর!

a1মুম্বাই, ২১ জুলাই- আসন্ন মুভি ‘হাফ গার্লফ্রেন্ড’-এ বাস্কেটবল খেলেছেন। এবার ব্যাট হাতে মাঠে দৌড়াবেন অর্জুন কাপুর। কারণ, এবার ভারতের লিজেন্ডারি ক্রিকেটার কপিল দেব-এর ভূমিকায় দেখা ‌যাবে অর্জুন কাপুরকে। আর সে কথাই ভাসছে বলিউডের বাতাসে।

জীবনীনির্ভর ছবি নির্মাণ বলিউডের সাম্প্রতিকতম প্রবণতা। আর সেই ধারায় এবার সিনেমা তৈরি হবে কপিল দেবকে নিয়ে। আর এতে অবশ্যই বড় জায়গা জুড়ে থাকবে ‘৮৩-র বিশ্বকাপ জয়। এমনটাই পরিকল্পনা প্র‌যোজক বিষ্ণু ইন্দুরির।

সূত্রের খবর, ছবির চিত্রনাট্য তৈরি। এখন অভিনেতা বাছাইয়ের প‌র্ব চলছে। তাতে কপিলের চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছেন অর্জুন কাপুর। চরিত্র করতে উৎসাহী অর্জুনও। কিন্তু কপিলের মতো ব্যক্তিত্বের চরিত্রে অভিনয়ের আগে একটু ভেবে সিদ্ধান্ত নিতে চান তিনি।

অফিশিয়ালি এখনো কিছু জানানো না হলেও খুব তাড়াতাড়ি সব কিছু চূড়ান্ত হবে বলে দাবি প্র‌যোজকের।

আর/১১:১৪/২০ জুলাই

Developed by: