গীতিকার শাহ আবদুল ওদুদ রচিত গীতিকাব্য ‘পরশমণি’ এর প্রকাশনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৩১ জুলাই রবিবার বিকাল ৫ ঘটিকার সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপআঞ্চলিক পরিচালক আবদুল্লাহ মো. তারিক, কমার্স কলেজের অধ্য গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, কবি ও গবেষক এ কে শেরাম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও অধ্যাপক শিউল মনজুর।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গ্রন্থের প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী অনুরোধ জানিয়েছেন।